খেলাধুলা

একজন খেলোয়াড়ই পারেন বিশ্ব দরবারে দেশ ও জাতীকে পরিচয় করিয়ে দিতে — — জেলা প্রশাসক মাহমুদ হোসেন

By মেহেরপুর নিউজ

November 24, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৪ নভেম্বর:

মেহেরপুরের জেলা প্রশাসক মাহমুদ হোসেন বলেছেন, একজন খেলোয়াড়ই পারেন বিশ্ব দরবারে দেশ ও জাতীকে পরিচয় করিয়ে দিতে। তিনি বলেন,আর একারণে বর্তমান সরকার খেলোয়াড়দের বেশি মূল্যায়ন করেছেন। জেলা প্রশাসক মাহমুদ হোসেন আজ দুপুর ১২ টার দেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুরের প্রাক্তনক্রীড়াবিদদের মধ্যে আর্থিক অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্য ওই কথা বলেন। বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফা্উন্ডেশনের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার সহযোগীতায় মেহেরপুর জেলার ৫ জন অস্বচ্ছল প্রাক্তন ক্রীড়াবিদদের মধ্যে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

চেক প্রাপ্তরা হলেন,মেহেরপুর শহরের নতুন পাড়ার সামসুদ্দিন শেখ,পিয়াদা পাড়ার সিরাজুল ইসলাম,পুরাতন পোষ্ট অফিস পাড়ার আকবর আলী, ষ্টেডিয়াম পাড়ার রহমত উল্লাহ এবং মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামের আকবর আলী। চেক বিতরন অনুষ্ঠানে অন্যাণ্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আলমগীর হোসেন,জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কেএম আতাউল হাকিম লাল মিয়া উপস্থিত ছিলেন।