খেলাধুলা

একজন খেলোয়াড়ই পারে দেশকে বিশ্বের দরবারে পরিচিত করাতে — জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

September 16, 2018

মেহেরপুর নিউজ, ১৬ সেপ্টেম্বর: মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন একজন খেলোয়াড়ই পারে নিজেকে এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিতি ঘটাতে। তাই একজন ভাল খেলোয়াড় হয়ে দেশের পরিচিত ঘটাতে হবে। জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন রবিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল ( অনুর্ধ্ব-১৭) উদ্বধনী অনুষ্ঠানে একথা বলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, মাদকের ছোবলে যুব সম্প্রদায় দিন দিন অবক্ষয়ের দিকে এগিয়ে যাচ্ছে। তাই মাদককে পরিহার করে খেলার জগতে প্রবেশ করতে হবে। জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল বলেন, জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেলাধুলার মান উন্নয়নের জন্য অনেক কিছুই করছেন। এখন আমাদের সেগুলো গ্রহন করে খেলাধুলার মান উন্নয়ন করতে হবে।

পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন বলেন, মাদকের ছোবল থেকে রক্ষা পেতে যুব সমাজকে খেলার মাঠ মুখি করতে হবে। পরে বেলুন উড়িয়ে জেলা পর্যায়ের জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের এর উদ্ধোধন করা হয়। পরে অতিথি বৃন্দ খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এসময় সেখানে মুজিবনগর সরকারি শিশু পরিবারের মেয়েরা মনোরঞ্জন শারীরিক কসরত প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ (রাজস্ব), তৌঠিকুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ আখতার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আশকার আলী, ডিএসএ এর সভাপতি কে,এম, আতাউল হাকিম লাল মিয়া, সম্পাদক আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, ইউটি চেয়ারম্যান শাহা জামাল, আনারুল ইসলাম, আমাম হোসেন মিলু, আয়ুব হোসেন, মফিজুর রহমান, তৌফিকুল বারী, পৌরসভার প্যানেল মেয়র শাহিনুর রহমান রিটন, কাউন্সিলর জাফর ইকবাল, সহ বিপুর পরিমান দর্শক উপস্থিত ছিলেন।