মিডিয়া

একুশে টিভি চেয়ারম্যানের মুক্তির দাবিতে সাংবাদিকদের প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

January 07, 2015

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জানুয়ারি: একুশে টিভির চেয়ারম্যান ও গনমাধ্যম ব্যাক্তি আব্দুস সালামের নিঃশর্ত মুক্তির দাবী জানিয়েছে মেহেরপুরের স্থানীয় সাংবাদিকরা। বুধবার দুপুরে মেহেরপুর প্রেস ক্লাব কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ মুক্তির দাবী জানানো হয়। একুশে টিভির মেহেরপুর প্রতিনিধি ফারুক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিভিন্ন জাতীয়, স্থানীয়, আঞ্চলিক দৈনিক ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় একুশের চেয়ারম্যান আব্দুস সালামের নামে মিথ্যা মামলা প্রত্যাহার সহ সকল বন্ধ মিডিয়া খুলে দেয়া এবং নির্যাতিত ও নিহত সাংবাদিকদরা যাতে সুষ্ঠু বিচার পাই তার দাবীও জানানো হয়। সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, একুশে টিভির সম্প্রচার বন্ধ করা না হলেও অদৃশ্য ইশারায় দেশের কেবল অপারেটররা একুশে টিভির প্রচারণা বন্ধ রেখেছে। এটা গণমাধ্যমের স্বাধীনতার কন্ঠ রোধ করার সামিল। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও কার্যত একনায়কতন্ত্রের পথেই হাঁটছেন। একুশে টিভি বিশেষ করে টিভি সাংবাদিকতায় আধুনিকতার জন্ম দিয়েছে এবং নিরপেক্ষতার স্বাক্ষর রেখেছে, তাই বারবারই সরকারের রোষানলের শিকার হচ্ছে এ প্রতিষ্ঠানটি।