মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৭ জুন: এক মাস অতিক্রম হলেও পরিত্যাক্ত অবস্থায় কুড়িয়ে পাওয়া প্রাইভেট কারের মালিকের সন্ধান পাওয়া যায়নি।
মেহেরপুর সদর থানা পুলিশ সুত্রে জানা গেছে, গত ৮ মে ভোরের দিকে মেহেরপুর সদর থানা পুলিশ শহরের ওয়াপদা মোড় এলাকা থেকে সাদা রঙের একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রে-গ ১২-৩৮৩৩)পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে। সেই থেকে প্রাইভেট কারটি থানা চত্বরে পড়ে আছে। কে বা কি উদ্যোশে প্রাইভেট কারটি ওয়াবদা মোড়ে ফেলে রেখে যায় তা এখনো পর্যন্ত রহস্যই রয়ে গেছে।