অন্যান্য

এক স্লিপ !

By মেহেরপুর নিউজ

August 03, 2015

মেহেরপুর নিউজ, ০৩ আগষ্ট: মেহেরপুর পৌরসভার পানি সরবরাহ অফিসে উড়ছে বাংলাদেশের জাতীয় পতাকা । হয়তো ভাবছেন এটাতো স্বাভাবিক ? সরকারী একটি অফিসে জাতীয় পতাকাতো উড়বেই। এটাকে নিয়ে লেখার কি আছে? অবশ্য স্বাভাবিক ঘটনাগুলোও কখন সামান্য অবহেলা বা গাফিলতিতে অস্বাভাবিক হয়ে যায় বা রাষ্ট্রীয় অমর্যাদার শামিল হয়ে যায় সেই ভেবেই এই লেখা। তবে পাঠক আপনাদের নিশ্চিত করছি লেখাটি খুব বেশি বড় করবনা। কারো বিরক্ত হবারও কারণ নেই। মেহেরপুর নিউজের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমানের ক্যামেরবন্দী হয়েছে এমনই একটি ঘটনা। যা রাষ্ট্রীয় অমর্যাদার শামিলও বলতে পারেন। এ দায় কার ? নিশ্চয়ই পৌর পানি সরবরাহ অফিস কতৃপক্ষের ? সোমবার সকালে বৃক্ষমেলা উদ্বোধনী শেষে শহীদ সামসুজ্জোহা পার্ক থেকে সাংবাদিক মিজানুর রহমান ক্যামেরাবন্দী করলেন পৌর পানি সরবরাহ অফিস উড়ছে ছেঁড়া জাতীয় পতাকা। হঠাৎ করে ক্যামেরার লেন্স অন্যদিকে দেখে বিষয়টি লক্ষ্য করেণ মেলার মঞ্চে থাকা জেলা প্রশাসক মো: শফিকুল ইসলামসহ জেলার উর্ধতন কতুপক্ষরা। তারা বলেন, সাংবাদিক সাহেব ছবিটা রেখে দেবেন কাজে লাগবে। তবে মেহেরপুর নিউজের পাঠকরা অপক্ষোয় আছেন জেলার কর্তাব্যাক্তিরা ছবিটা কি কাজে লাগান তা দেখার?