বর্তমান পরিপ্রেক্ষিত

এডাব মেহেরপুরের উদ্যোগে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার

By মেহেরপুর নিউজ

September 04, 2023

মেহেরপুর নিউজ:

এডাব (এ্যসোসিয়েশন অফ ডেভেলপমেন্ট এজন্সিস ইন বাংলাদেশ) মেহেরপুরে উদ্যোগে মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বেলা ১২ টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এডাব মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল কাশেম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান।

এডাব মেহেরপুর এর সদস্য সচিব জন প্রবঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার, সদর থানার ইন্সপেক্টর অপারেশন জাহাঙ্গীর সেলিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিরিন নাহার, মেহেরপুর সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন্নেছা লতা, মেহেরপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নীলা হাফিয়া প্রমূখ। পরে সেখানে মাদকবিরোধী শপথ গ্রহণ করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলে।