বর্তমান পরিপ্রেক্ষিত

এডিবি’র অর্থায়নে বুড়িপোতায় সামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

May 28, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ২০২২-২০২৩ অর্থ বছরের এডিবি’র অর্থায়নে বুড়িপোতা ইউনিয়নের বিভিন্ন উপকার ভোগীদের মাঝে স্প্রে মেশিন, সেলাই মেশিন, ফ্যান, বেঞ্চ, ফাইল কেবিনেট এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার দুপুরের দিকে বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে স্প্রে-মেশিন, সেলাই মেশিন, ফ্যান, বেঞ্চ, ফাইল কেবিনেট এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে স্প্রে-মেশিন, সেলাই মেশিন, ফ্যান, বেঞ্চ, ফাইল কেবিনেট এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান আবুল হাশেম বুড়িপোতা ইউনিয়নের সচীব সানোয়ার হোসেন, সদস্য আলমগীর হোসেন লালটু, মিলন হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।