মেহেরপুর নিউজ:
জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর উদ্যোগে গাংনী উপজেলা পরিষদের ব্যবস্থাপনায় ইউনিয়ন পরিষদ মৌলিক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর গাংনী উপজেলা পরিষদ মিলনে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিনুল ইসলাম।
প্রধান অতিথি তার বক্তব্যে সরকারের উন্নয়ন দর্শন, বিশেষ বিশেষ উন্নয়ন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প ও বিশেষ উদ্যোগসমূহ তুলে ধরেন। তিনি জনপ্রতিনিধিদের উন্নয়নবাহক উল্লেখ করে বলেন ” সরকারের সকল উন্নয়ন কার্যক্রম আপনারা মানুষের কাছে তুলে ধরুন, সরকারের টানা মেয়াদে আপনাদের নিজ নিজ এলাকায় কী পরিমান ভাতা দেওয়া হয়েছে। রাস্তাঘাট, ব্রিজ-কালভার্ট করা হয়েছে, আর্থিক ও খাদ্য সহায়তা প্রভৃতি দেওয়া হয়েছে তথ্য প্রমণসহ তুলে ধরুন। মানুষের পাশে দাঁড়ান। তিনি বলেন, আইন শৃংখলার উন্নয়নে আন্তরিকভাবে দায়িত্ব পালন করুন। সামাজিক সম্প্রীতি সুরক্ষায় ভূমিকা রাখুন।
প্রশাসন আপনাদের সাথে নিয়ে ও জনগণের পাশে থেকে সরকারের উন্নয়ন সুফল জনগণের কাছে পৌছে দিতে বদ্ধ পরিকর।” সমাপনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে গাংনী উপজেলা পরিষদের উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক, সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, গোলাম সাকলাইন সেপু, মশিউর রহমান,আব্দুর রাজ্জাক, সোহেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।