বর্তমান পরিপ্রেক্ষিত

এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

December 02, 2019

মেহেরপুর নিউজ:

এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে মেহেরপুর আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার মেহেরপুর জেলা প্রশাসন ও এনজিও ফাউন্ডেশনের উদ্যোগে দিবসটি পালন করা হয়।

মেহেরপুর জেলা এনজিও সমিতির সভাপতি মোশারফ হোসেনের সভাপতিত্বে মেহেরপুর জেলা প্রশাসন চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেন।

বক্তব্য রাখেন সন্ধানী সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর,সুবাহ সংস্থার নির্বাহী পরিচালক মঈনুল আহমেদ। এর আগে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে একটি র‍্যালী বের করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইবাদত হোসেনের নেতৃত্বে র‍্যালীটি জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়