খেলাধুলা

এফসিবিরি চ্যাম্পিয়ন ট্রফি হস্তান্তর

By মেহেরপুর নিউজ

August 17, 2018

মেহেরপুর নিউজ, ১৭ আগষ্ট: সদ্য সমাপ্ত বিভাগ ফুটবল লীগ চ্যাম্পিয়ন ফুটবল ক্লাব অব বার্সেলনা (এফসিবি) কর্মকর্তাদের কাছে লীগ বিজয়ী ট্রফি হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সন্ধার দিকে এফসিবি’র অধিনায়ক সেলিম কর্মকর্তা তপুর কাছে ট্রফি হস্তান্তর করেন। চলতি বছর সহ লীগ শিরোপা জয়ের হ্যাট্টিক করায় ক্লাব কর্মকর্তা তপু সকল খেলোয়াড়দের মিষ্টি মুখ করান। মেহেরপুরের ইতিহাসে উলকা, অগ্রদুত এর পর এফসিবি পর পর ৩ বার অর্থাৎ শিরোপা জয়ের হ্যাট্টিক অর্জণ করলো। গত ১৩ আগষ্ট লীগের শেষ খেলায় একটি পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে শেষ পযর্ন্ত রেফারি খেলা শেষ বাঁশি বাজানোর পর পরই ম্যাচের বাইরে অপেক্ষামান এফসিবি’র খেলোয়াড় ও কর্মকর্তারা উল্লাসে ফেটে পড়ে। কেননা লীগের শেষ খেলায় অংশ নেয় গোভীপুর ভৈরব ক্লাব এবং পিরোজপুর জনতা ক্লাব। এ খেলায় শিরোপা জিততে গোভীপুরের প্রয়োজন ছিল জয়। হারলে কিংবা ড্র হলে শিরোপা চলে যাবে এফসিবি’র হাতে। হলোও তাই। শেষ খেলায় পিরোজপুরের পক্ষে প্রাপ্ত পেনাল্টি ভাগ্যদেবী ভর করে এফসিবি আর ঐ খেলায় পিরোজপুর জয়ী ঘোষণা করায় ইতিহাসে নিজেদের নামটি বসানোর সুযোগ পেলো এফসিবি। অর্থাৎ হ্যাট্টিক শিরোপা।