শিক্ষা ও সংস্কৃতি

এমপিও ভুক্তের তালিকায় মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ॥শিক্ষক, কর্মচারীদের মাঝে আনন্দের বন্যা

By মেহেরপুর নিউজ

June 18, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম(১৮ জুন) নিউজ ডেস্ক:

২০০০ সালে প্রায় ৭৫ শতক জমির উপর চাটায়ের বেড়া আর টিনের ছাউনি দিয়ে প্রতিষ্ঠা করা হয় মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর মাধ্যমিক  বালিকা বিদ্যালয়টি।২০০১ সালের ১ জানুয়ারী বিদ্যালয়টি প্রাথমিক অনুমতি লাভ করে। সেই  থেকে হাটি হাটি পা পা করে পথ চলা । এর পর ২০০৬ সালের ১২ মার্চ মেলে  একাডেমীক  স্বীকৃতি এবং ২০০৯ সালের ২৪ জুলাই মাধ্যমিক বালিকা বিদ্যালয় হিসাবে উন্নতি লাভ করে এ শিক্ষা প্রতিষ্ঠানটি।দীর্ঘ১০টিবছরআশায়বুকবেধেমানবেতরজীবনযাপনকরেএলাকারছেলেমেয়েদেরসুশিক্ষায়শিক্ষিতকরতেপ্রচেষ্টাচালাতেথাকেনকয়েকজনশিক্ষক।অবশেষে১০টিবছরপরমানুসগড়াড়কারিগড়দের স্বপ্নের প্রতিফলনঘটে।বিদ্যালয়টিনজড়েআসেসংশ্লিষ্টকতৃপক্ষের।পায়এম,পি,ভুক্তেরপ্রত্যায়নশিক্ষক,কর্মচারী,ছাত্রীথেকেশুরুকরেএলাকারমানুষেরমাঝেআসেআনন্দেরবন্যা। মেহেরপুর চুয়াডাঙ্গা সড়কের সদর উপজেলার বারাদী বাজার সংলগ্ন মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি এতদাঞ্চলের নারী শিক্ষার মান উন্নয়নে এলাকাবাসীর আন্তরিক প্রচেষ্টায় ২০০০ সালে প্রতিষ্ঠা করা হয়।  মোমিনপুর বালিকা বিদ্যালয় থেকে ২০০৬ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় গড়ে ৮০ ভাগ ছাত্রী পাশ করে। এবং এবারের এসএসসি পরীক্ষায় ২৫ জন ছাত্রীর অংশ নিয়ে  ১জন জিপিএ-৫ সহ মোট ২১ জন পাশ করে।নানা প্রতিকুলতাকে পাশ কাটিয়ে এবার এমপিওভুক্তি হওয়ায় বিদ্যালয়ের ১০ জন শিক্ষক ৪জন কর্মচারী, ৩৫০ জন ছাত্রী সহ তাদের অভিবাবকগণ আনন্দে আত্মহারা হয়েছে। সাথে সাথে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নকল্পে শিক্ষকগণ একযোগে কাজ করবেন বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।