শিক্ষা ও সংস্কৃতি

এমপি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির দ্বন্দে নিয়োগ পরীক্ষা স্থগিত

By মেহেরপুর নিউজ

May 06, 2016

মেহেরপুর নিউজ, ০৬ মে: মেহেরপুর-১ আসনের এমপি ফরহাদ হোসেন ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মারুফুজ্জোহা গোরার দ্বন্দে স্থগিত করা হয়েছে প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা। শুক্রবার মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের নিয়োগ পরীক্ষায় এমপির মনোনিত প্রধান শিক্ষককে নিয়োগ দেয়ার লক্ষ্যে পরিবর্তিত প্রশ্নে পরীক্ষা শুরু করলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মারুফোজ্জাহা গোরা পরীক্ষা স্থগিত করেন। নিয়োগ কমিটি সূত্রে জানা গেছে, মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দানের লক্ষে মাস দুয়েক আগে পত্রীকায় বিজ্ঞপ্তি দেওয়া হয়। সে মোতাবেক প্রধান শিক্ষক পদে ৪ জন এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৫ জন প্রার্থী আবেদন করেন। এদিকে বিভিন্ন কারনে একাধিক বার পরীক্ষার দিন পরিবর্তন করার পর শুক্রবার পরীক্ষারদিন ধার্য করা হয়। শুক্রবার সকালে প্রধান শিক্ষক পদে জাহাঙ্গীর হোসেন, রজব আলী, আক্তারুজ্জামান ও লস্কর আলী প্রধান শিক্ষক পদে এবং শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তি, অনুতোষ কুমার, ইউনুস আলী, ফারুক হোসেন এবং এনামুল হক সহকারী প্রধান শিক্ষক পদের জন্য পরীক্ষায় অংশ গ্রহন করেন। এদিকে পরীক্ষা শুরু হওয়ার পরপরই বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এ জেড এম মারুফুজ্জোহা গোরা প্রশ্ন পত্র পরিবর্তন দেখে ক্ষুব্ধ হয়ে পরীক্ষা স্থগিত ঘোষনা করেন। এসময় প্রধান শিক্ষক পদে জাহাঙ্গীর হোসেন, রজব আলী ও আক্তারুজ্জামান পরীক্ষা বর্জন করেন।

এ ব্যাপারে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি এ জেড এম মারুফুজ্জোহা গোরা বলেন, সংসদ সদস্য ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করে প্রশ্ন পত্র তৈরি করা হয় কিন্তু তার পছন্দের লোককে নিয়োগ দেওয়ার লক্ষে রাতারাতি প্রশ্ন পত্র পরিবর্তন করে পরীক্ষা নেওয়ার ব্যাবস্থা গ্রহন করেন। যে কারনে আমি পরীক্ষা স্থগিত ঘোষনা করি। তিনি আরো বলেন, তার পছন্দের লোককে নিয়োগ দানের লক্ষে জেলা শিক্ষা অফিসার শুভাস চন্দ্র গোলদার অনাকাক্সিখত পরীক্ষা কেন্দ্রে অবস্থান করেন। পরীক্ষা কমিটির অন্যতম সদস্য সদর উপজেলার ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মেবারক বলেন, প্রধান শিক্ষক পদে হাজিরা খাতায় ৪জন স্বাক্ষর করলেও শেষ পর্যন্ত একজন এবং সহকারী প্রধান শিক্ষক পদে ৫জন পরীক্ষা শেষ করেছে। এতে প্রধান শিক্ষক পদে লস্বকর আলী এবং সহকারী প্রধান শিক্ষক পদে শ্বাশ্বত নিপ্পন চক্রবর্তি উত্তীর্ণ হয়। এ ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতি যদি স্বাক্ষর না করেন তবে নিয়োগ হবে না। এ ব্যাপরে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন দোদুলের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সভাপতি অভিযোগ সঠিক নয়। আমি চাই সেখানে যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ পাক।