টপ নিউজ

এল জি ইডি মন্ত্রী তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মেহেরপুর আসছেন

By মেহেরপুর নিউজ

January 14, 2021

মেহেরপুর নিউজ:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী তাজুল ইসলাম ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজ মেহেরপুর আসছেন।

বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টারযোগে এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিমানযোগে যশোর থেকে সড়কপথে মুজিবনগরে পৌঁছাবেন।

মন্ত্রীদ্বয় মেহেরপুরের মুজিবনগরে স্বাধীনতা সড়ক ও এলজিইডি কর্তৃক নির্মাণাধীন বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন। দুপুরে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বিকেলে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী সাহায্য কেন্দ্রের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করবেন।

আগামীকাল শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী মেহেরপুরের মুজিবনগর উপজেলা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্বোধন করবেন। শুক্রবার বিকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।