শিক্ষা ও সংস্কৃতি

এসএসসিতে যশোর বোর্ডে ৭ম স্থান অর্জন করেছে গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ

By মেহেরপুর নিউজ

May 18, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৮ মে: চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুরের গাংনী সন্ধানীস্কুল এন্ড কলেজ যশোর শিক্ষা বোর্ডের মধ্যে সেরা দশের ৭ম স্থান অধিকার করার অনন্য গৌরব অর্জন করেছে। সন্ধানী থেকে চলতি সালে ৮৫ জন পরীক্ষায় অংশ নিয়ে ৬৯ জন জিপিএ ৫ সহ সকলেই পাশ করেছে।জাপানী সাহায্যপুষ্ট সন্ধানী স্কুল এন্ড কলেজটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠালাভের পর ২০০৮ সালে ১ম বারের মত এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে। ২০১০ সালে সন্ধানী থেকে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করে আলোড়ন সৃষ্টি করে। এদিকে চলতি সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশকরাসহ মেহেরপুর জেলা পর্যায়ে ১ম স্থান অর্জন করার পাশাপাশি যশোর বোডে সম্মিলিতভাবে ৭ম স্থান অর্জন করার ঈর্ষনীয় সাফল্য অর্জন করে। এদিকে সন্ধানী স্কুল এন্ড কলেজের পরিচালক আবু জাফর জানান, সকল শিক্ষকদের সহযোগীতায় এই ফলাফল সম্ভব হয়েছে। আগামীতেও এই ফলাফল ধরে রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তরা হলো: আররিন আক্তার, আরাফাত মুস্তাফিজুর, কায়েস মাহমুদ, ফাহাদ আল হুদা, রওনক জাহান রাখিমনি, সাবিহা সাবরিন, নুসরাত জাহান, ইসরাত জাহান, সাদিয়া জোহা, নাসির“ল­াহ, রকিবুল, সাজাদুর রহমান, হাসিবুর রহমান, হাসিবুর রহমান, শাওন আক্তার, আমানুল ইসলাম, সাজ্জাদ আলী, শিহাব

চৌধুরি, তাজিব আহম্মেদ, রাইসুল ইসলাম, মাহফুজ ইসলাম, আবু হাসসাস হিমেল, শামিম হোসেন, রাকিবুল ইসলাম, সালেক মাসুদ, মাহফুজ আলম, আলামিন, লিমন ইসলাম, সৌভিক ইসলাম, রোকনুজামান, আব্দুল­া আল শিমুল, মোস্তাফিজুর রহমান, রিদু আল সজিব, রওনক রাইহান মাহমুদ, মাহাফুজা আক্তার মৌ, সাবের হোসেন, মিনার“ল ইসলাম, নয়ন আলী, সাজু আহম্মেদ, কোবরাতুল নেছা, তামান্না রহমান শাপলা, সোরাইয়া আক্তার, রেজোয়ান আল আহম্মেদ, সার“ফ আলী, সোনালী আক্তার পিয়া, সিয়াম আহম্মেদ;, খাদিজাতুল,হাফিজা খাতুন, ফারজানা ইয়াসমিন, সেলিম রেজা, পলাশ মাহমুদ, ইকবাল হোসেন, মাসুদ রানা সবুজ, আব্দুল­া আল নাহিদ, আতাউল হক, আফ্রীদি আলামিন, আশিকুজামান, ইবনে আজম রাসেল, লতিফুর জামান, তানভির ফুহাদ নাহিদ, আরিফুল ইসলাম, শাকিল আহম্মেদ, সেলিম রেজা, সাদের আলী, মেহেদী হাসান, সুমন আলী, সাজ্জাদ নিহাদ, জাকি-আল জাকোয়ান নিবিড় ও সাজ্জাদ হোসন সজল এবং এ-গ্রেডে সাইদুর রহমান, পারভেজ বাপ্পি, মারিয়া রহমান, আশফাকুর রহমান, শাহিন রেজা, আরাফাত হোসেন, সোহরাব হোসেন, জান্নাতুল ফেরদৌস, সাবরিনা আক্তার আখিঁ, কেমি খাতুন, নাজমুল হোসেন, সাহাবাজ আহম্মেদ, আবু রাসেল, শাপলা খাতুন, সবুজ ইসলাম ও খাদিল হাসান রুমন।