বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি পরীক্ষায় গাংনীর কোন বিদ্যালয় থেকে কতজন

By মেহেরপুর নিউজ

February 15, 2024

 মেহেরপুর নিউজ:

গাংনীয় উপজেলার বিটিডি মাধ্যমিক বিদ্যালয় ১৮ জন।সিএসএম মাধ্যমিক বিদ্যালয় ৭৩ জন। গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয় ৪৫ জন। এসচ এমএস ভি মাধ্যমিক বিদ্যালয় ২৬ জন। বিডি মাধ্যমিক বিদ্যালয়ে ২০ জন।

ভাটপাড়া কুঠি মাধ্যমিক বিদ্যালয় ২৬ জন। হিজলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬৩ জন। ধলা মাধ্যমিক বিদ্যালয় ৫৫ জন। সাহারবাটি ইবাদতখানা মাধ্যমিক বিদ্যালয় ৫০ জন। রায়পুর মাধ্যমিক বিদ্যালয় ৮৭ জন।

সন্ধানী স্কুল এন্ড কলেজে ১৫৪ জন। জোরপুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ১০৮ জন। ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭৭ জন। আড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় ৪৩ জন। বাঁশবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ১২৮ জন। গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় ৭২ জন। গাংনী সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬০ জন। চিৎলা মাধ্যমিক বিদ্যালয় ৭৯ জন।

বাউট সোলাইমানি মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ জন। ডিজেএমসি মাধ্যমিক বিদ্যালয় ৪৯ জন। এমজিজি এম মাধ্যমিক বিদ্যালয় ৪৩ জন। মোহাম্মদপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৬১ জন। করমদী মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ জন। জ্যোতী মাধ্যমিক বিদ্যালয় ৩২ জন। তেতুঁলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ১৩১ জন। কুমারী ডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৩৮ জন।

বামুন্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৪ জন। জেটিএস মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৪৯ জন। এমবিকে মাধ্যমিক বিদ্যালয় ১২ জন। এস এ আর বি মাধ্যমিক বিদ্যালয়ের ২৫ জন। হাড়িয়াদহ মহেষখোলা মাধ্যমিক বিদ্যালয় ২৬ জন। এস কে আর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৫ জন। যুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪ জন। কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ে ৪১জন।কে এম এস এস বালিকা মাধ্যমিক বিদ্যালয় ২৬ জন। কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ২৬ জন। হাড়াভাঙ্গা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ২৫ জন। কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ২৫ জন।

সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় ১০০ জন। এইচএসকে মাধ্যমিক বিদ্যালয় ৪৩ জন। বামুন্দি নিশিপুর স্কুল এন্ড কলেজে ১৪৯ জন। মটমুর মাধ্যমিক বিদ্যালয় ৫১ জন। হাড়ভাঙ্গা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ৯ জন। বাদিয়াপাড়া মোহাম্মদপুর মাধ্যমিক বিদ্যালয় ৪২ জন। করমদি কল্যাণপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৭ জন। হগলবাড়িয়া মোহাম্মদপুর হাজী ভরসউদ্দীন মাধ্যমিক বিদ্যালয় ৮২ জন। এম এইচ এ মাধ্যমিক বিদ্যালয় ৬৪ জন। বাউট আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩১ জন। এইচডি মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ জন।

এনপি মাধ্যমিক বিদ্যালয় ৬৫ জন। বিবিএ এন মাধ্যমিক বিদ্যালয়ের ৫২ জন। এসএমএন মাধ্যমিক বিদ্যালয়ের ৭৪ জন। আর বিজিএম মাধ্যমিক বিদ্যালয়ের ৯৩ জন। গোয়ালগ্রাম (নাটনাপাড়া) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৩৩ জন। বিপিএন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ১৪ জন। বেদবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে ৬৯ জন। গোয়ালগ্রাম মাধ্যমিক বিদ্যালয় ১০৭ জন।গাংনী পাইলট স্কুল এন্ড কলেজে ২২৮ জন। মিকুশিস মাধ্যমিক বিদ্যালয়ের ৭৩ জন। লুৎফুন্নেসা মাধ্যমিক বিদ্যালয় ৫১ জুন। জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয় ৫৭ জন। ধানখোলা মাধ্যমিক বিদ্যালয় ৪৬ জন। সানঘাট চাঁন্দামারী মাধ্যমিক বিদ্যালয় ৩৭ জন শিক্ষার্থী রয়েছে।