বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি পরীক্ষায় জেলা সেরা নুসরাত জাহান

By মেহেরপুর নিউজ

July 31, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের মেধাবি ছাত্রী নুসরাত জাহান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় জেলা সেরা।

নুসরাত জাহান মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা সোনাপুর গ্রামের বাসিন্দা (বর্তমানে মেহেরপুর শহরের মল্লিকপাড়া) পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন এবং নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৌসুমি ইয়াসমিনের একমাত্র কন্যা।

নুসরাত জাহান এসএসসি পরীক্ষার মূল ১১৫০ নম্বরের মধ্যে ১১১০ নাম্বার লাভ করেন। সে বিদ্যালয় বাদে প্রতিদিন গড়ে ৭-৮ ঘন্টা করে নিয়মিত লেখাপড়া করত।

নুসরাত জানায়, ভালো পরীক্ষা দিয়েছিলাম। ফলাফল ভালো করব এমন আশা ছিল। কিন্তু জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করবো সেটা ভাবতে পারিনি। তার ফলাফলের পিছনে পিতা-মাতা এবং বিদ্যালয়ের শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি বলে সে জানায়। নুসরাত জাহান ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায়। সে সকলের কাছে দোয়া কামনা করেছে।

সে এই প্রাপ্তির জন্য মহান আল্লাহ্‌র শুকরিয়া ও তাঁর পিতা নাসির উদ্দিন, মাতা মৌসুমি ইয়াসমিন এবং তাঁর সম্মানীত শিক্ষকদের প্রতি কৃতঙ্গতা প্রকাশ করে।