বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি পরীক্ষায় দুই ভাই-বোনের কৃতিত্ব

By মেহেরপুর নিউজ

May 07, 2018

মেহেরপুর নিউজ, ০৭ মে: ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় আসাদুজ্জামান হাসিব এবং তার বোন সুমাইয়া আখতার শারমিন দুজনেই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। ভবিষ্যতে এই দুই ভাই বোন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার ইচ্ছা পোষণ করেছে। তারা দুজনেই জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সদর উপজেলার চকশ্যামনগর গ্রামের আবুল হাসেম ও আয়েশা খাতুন দম্পতির সন্তান তারা। দুই ভাই ও এক বোনের মধ্যে আসাদুজ্জামান মেজো এবং সুমাইয়া ১ মাত্র মেয়ে। ২ ভাই বোন ইতপূর্বে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে পিএসসি এবং জে এসসি’তে জিপিএ-৫ লাভ করে। ভাল ফলাফলের বিষয়ে তার দুজনই অভিন্ন ভাষায় বলেন, প্রতিদিন গড়ে ১০-১২ ঘন্টা করে নিয়মিত লেখাপড়া করেছে তারা। পরীক্ষার সময় চাপ না দিয়ে সব সময় নিয়মিত ভাবে লেখাপড়া করার জন্য শিক্ষার্থীদের প্রতি পরামর্শ দিয়েছে তারা। লেখাপড়ার অবসরে দুজনই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে। তাদের ফলাফলের পিছনে তাদের শিক্ষক এবং পিতামাতার অবদান সবচেয়ে বেশি বলে জানায়। তারা দুজনেই সকলের কাছে দোয়া প্রার্থী।