ক্রিকেট

এসএসসি- ২০০৮ টি-৮ ক্রিকেট টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনালে

By মেহেরপুর নিউজ

May 06, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০০৪ ব্যাচের উদ্যোগে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় এসএসসি- ২০০৪ টি-৮ ক্রিকেট টুর্নামেন্টে ২য় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে ২০০৮ ব্যাচ।

শুক্রবার অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলায় ২০০৮ ব্যাচ ৪৯ রানে ২০০৫ ব্যাচকে পরাজিত করে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ২০০৮ ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে। দলের পক্ষে দলীয় অধিনায়ক অনু অপরাজিত ৬২,ইয়ারুল ২৮ এবং রাসেল ১৮ রান করেন। জবাবে খেলতে নেমে ২০০৫ ব্যাচ নির্ধারিত ৮ ওভারে ৭ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। দলের পক্ষে মাসুদ সর্বোচ্চ ২২ রান করেন। এসএসসি-২০০৮ এর পক্ষে ইথেন ৩টি উইকেট লাভ করেন।