টপ নিউজ

এসএসসি ২০২৫: মেহেরপুরে পাশের হার ৬২.৭০%, শীর্ষে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ

By Meherpur News

July 10, 2025

মেহেরপুর নিউজ:

যশোর শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। মেহেরপুর জেলায় এ বছর মোট পাশের হার দাঁড়িয়েছে ৬২.৭০%। জেলার তিনটি উপজেলার ১৩টি কেন্দ্রে ১২০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ৬ হাজার ৭১৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের মধ্যে ৩ হাজার ৩১২ জন ছাত্র এবং ৩ হাজার ৪০৩ জন ছাত্রী ছিল। এর মধ্যে পাস করেছে মোট ৪ হাজার ২১০ জন, যার মধ্যে ১ হাজার ৮১১ জন ছাত্র ও ২ হাজার ৩৯৯ জন ছাত্রী রয়েছে।

এ বছরও মেহেরপুর জেলার শীর্ষস্থান ধরে রেখেছে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে অংশগ্রহণকারী ১২০ জন শিক্ষার্থীর সবাই পাস করেছে, যার মধ্যে ৫০ জন জিপিএ-৫ পেয়েছে, ফলে শতভাগ পাশের কৃতিত্ব ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

জেলার সেরা পাঁচ শিক্ষা প্রতিষ্ঠান ,জিনিয়াস ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ (মেহেরপুর সদর) পরীক্ষার্থী: ১২০ জন, পিএ-৫: ৫০ জন, পাশের হার: ১০০%।

সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ (গাংনী) পরীক্ষার্থী: ১৩৮ জন, জিপিএ-৫: ৬২ জন,পাশ করেছেন: ১৩৬ জন,পাশের হার: ৯৮.৫৫%

জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় (গাংনী) পরীক্ষার্থী: ১০৪ জন, জিপিএ-৫: ২০ জন,পাশ করেছেন: ১০১ জন,পাশের হার: ৯৭.১১%

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী: ২৭০ জন, জিপিএ-৫: ৬০ জন,পাশ করেছেন: ২২২ জন, পাশের হার: ৮২.৫৫%।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষার্থী: ২৬১ জন, জিপিএ-৫: ৩৯ জন, পাশ করেছেন: ২০৮ জন, পাশের হার: ৮০.৯৩%।

এ বছর জেলার সেরা পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় গাংনী ও মুজিবনগরের কোনো সরকারি মাধ্যমিক বিদ্যালয় স্থান পায়নি। এটি স্থানীয় শিক্ষাব্যবস্থার উন্নয়নে নতুন করে ভাবনার দরজা খুলে দিয়েছে।

সম্পূর্ণ ফলাফল

মেহেরপুর জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের বিস্তারিত এসএসসি ফলাফল আগামীকাল শুক্রবার মেহেরপুর নিউজে প্রকাশ করা হবে।