মেহেরপুর নিউজ:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় মেহেরপুর সদর উপজেলার বিদ্যালয়গুলোর ফলাফল প্রকাশ পেয়েছে। এবার উপজেলাজুড়ে কিছু প্রতিষ্ঠান অসাধারণ ফলাফল করলেও বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে পাশের হার আশানুরূপ নয়।
সদরের মধ্যে শীর্ষস্থান দখল করেছে জিনিয়াস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ। ১০০% পাশের হার নিয়ে প্রতিষ্ঠানটি প্রথম হয়েছে এবং ৫০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।
শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানসমূহ: জিনিয়াস ল্যাবরেটরী স্কুল অ্যান্ড কলেজ – পাশের হার ১০০%, জিপিএ-৫: ৫০ জন, মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় – পাশের হার ৮২.৫৭%, জিপিএ-৫: ৬০ জন,মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় – পাশের হার ৮০.৯৩%, জিপিএ-৫: ৩৯ জন, শ্যামপুর শালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় – পাশের হার ৮৪.২১%,শোলমারি মাধ্যমিক বালিকা বিদ্যালয় – পাশের হার ৭৭.৪৭%,ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় – পাশের হার ৭৯.৪১%,আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয় – পাশের হার ৭৩.৮০%,আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয় – পাশের হার ৭৩.৮০%।
এছাড়াও সদরের বিভিন্ন প্রতিষ্ঠানে উল্লেখযোগ্য পাশের হার: বলিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৩.২১%, ৬৩.২১%, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ৬৭.৩২% হাতিভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৬১.৫৩% ,কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৫২% ,বরশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৪৪.৪৪%, মোমিনপুর মাধ্যমিক বিদ্যালয় ৬৭.৭৪%, মোমিনপুর মাধ্যমিক বালক বিদ্যালয় ৭২.৪৩%, সুবিদপুর মাধ্যমিক বিদ্যালয় ৪০.৯০%, কুলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৬১.৪০%, ঝাউবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় ৪১.০২ %, আর আর মাধ্যমিক বিদ্যালয় ৩০.৬৪%, শালিকা মাধ্যমিক বিদ্যালয় ৬৮.৫৭%, কবি নজরুল শিক্ষা মঞ্জিল ৩২.৪৩%, গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় ৫১.২১%, কাজী কুদরুতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয় ৬১.৯০%, গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় ৫৪%, উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ৭০.৪৫%, টেংরামারী মাধ্যমিক বিদ্যালয় ৪৮.১৪%, সাহেবপুর মাধ্যমিক বিদ্যালয় ৪১.৩৭%, কলমিজল মাধ্যমিক বিদ্যালয় ৩৩.৩৩%, শোলমারী মাধ্যমিক বিদ্যালয় ৭৩.৪৬%, পিরোজপুর মাধ্যমিক বিদ্যালয় ৪১.২৫%, হরিরামপুর মাধ্যমিক বিদ্যালয় ৪০%, মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় ৫০%, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৭৯.৪১%, সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৫৩.৩৩%, বাড়িবাঁকা সীমান্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৩৩.৩৩%, চক শ্যামনগর মাধ্যমিক বিদ্যালয় ২৬.৪৭%,, কে আর আর এস মাধ্যমিক বিদ্যালয় ৩০.৩০%, সিএমসি মাধ্যমিক বিদ্যালয় ৭২.২২%, সিএসএস মাধ্যমিক বিদ্যালয় ৩৭.০৫%। কালিগাংনী জুনিয়র মাধ্যমিক বিদ্যালয় ১০.৫২%, মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজ ৫৩.৪২%, যাদুখালী স্কুল এন্ড কলেজ ৫৭.৬৬%।