খেলাধুলা

এসএ গেমসে দেশের পক্ষে প্রথম সোনা জয়ী হামিদুলকে ৯ মার্চ মেহেরপুরে সংবর্ধনা দেওয়া হবে

By মেহেরপুর নিউজ

February 25, 2010

স্পোর্টস ডেস্ক এসএ গেমসে ভরত্তোলনে প্রথম সোনা জয় করে দেশের সম্মান ছিনিয়ে এনেছিল মেহেরপুরের ছেলে হামিদুল ইসলাম। এবং রৌপ পদক পেয়ে দ্বিতীয় হয় তারই ভাই একরামুল ইসলাম। তাদের বাড়ি মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে। সেদিনের সোনা জয়ে এরা যেমন দেশের মুখ উজ্জ্বল করেছিল। তেমনি জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে মেহেরপুরের নাম উঠে এসেছিল। গনমাধ্যমে সেদিন তারাই ছিল দেশের সবচেয়ে গর্বিত আলোচিত ব্যাক্তিত্ব। এমন গর্বিত সন্তানদের সংবর্ধনা দেওয়ার কথা ভাবছে মেহেরপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। আগামী ৯ মার্চ মেহেরপুর শামসুজ্জোহা পার্কে এই সংবর্ধনার প্রাথমিক দিন ধার্য্য হয়েছে। এই উপলক্ষ্যে আজ ২৫ ফেব্রুয়ারী প্রথম আলো ও এনটিভির মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য-এর বাসায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের গর্ব ছিনিয়ে আনা হামিদুল ও একরামুল দুইভাই সহ সংবর্ধনা আয়োজনের সদস্য অরণী নাট্য থিয়েটারের প্রধান সাংস্কৃতিক সংগঠক নিশান সাবের, মেহেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আমার দেশ ও আরটিভি প্রতিনিধি পলাশ খন্দকার এবং প্রথম আলো ও এনটিভির মেহেরপুর প্রতিনিধি তুহিন আরন্য উপস্থিত ছিলেন। সভায় সংবর্ধনা বিষয়ে মুঠোফোনে মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ এবং মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ একাত্ব ঘোষনা সহ তাদর পক্ষ থেকে সর্বাত্বক অংশগ্রহনের আশ্বাস দেন। জেলার সমস্ত শ্রেনীর প্রতিষ্টান ও সংগঠনের অংশগ্রহনে মেহেরপুর শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত হবে এই গন সংবর্ধনা|