খেলাধুলা

এস এ গেমসের সোনা জয়ী ভরত্তোলক হামিদুলের গণসংবর্ধনা ১২ মার্চ

By মেহেরপুর নিউজ

March 07, 2010

নিউজ ডেস্ক সংবর্ধনাকে গনসংবর্ধনায় রূপ দিতে এসএ গেমসে দেশের পক্ষে প্রথম সোনা জয়ী ভরত্তোলক মেহেরপুরের সন্তান ছেলে হামিদুল ও তাঁরই ছোট ভাই দ্বিতীয় স্থান অধিকারী একরামুলকে সংবর্ধনা দেওয়া হবে ১২ মার্চ। এ ব্যাপারে সকল প্রস্তুতি এখন চুড়ান্ত। মেহেরপুর-১ আসনের সাংসদ জয়নাল আবেদীন সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। এছাড়াও ভরত্তেলন ফেডারেশনের কেন্দ্রীয় মহাসচিব যিনি ১৭ বছর ধরে দায়িত্বে আছেন তিনি এই সংবর্ধনায় উপস্থিত হবেন বলে জানিয়েছেন। দেশের অনেক গুনী শিল্পী ও কলাকুশলীরা এই অনুষ্টানে যোগ দিতে মেহেরপুর আসবেন। মেহেরপুর শামসুজ্জোহা পার্কে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্টানে। এদিন মেহেরপুরের গনমানুষের ভালবাসায় সিক্ত হবেন হামিদুল ও তাঁর ছোটভাই একরামুল সহ তাদের গর্বিত মা বাবা ও তাদের প্রশিক্ষক মোয়াজ্জেম হোসেন। মেহেরপুর অরণী থিয়েটার, মেহেরপুর পৌর মেয়র, মেহেরপুর জেলা প্রশাসক ও মেহেরপুর প্রেসক্লাব সম্মিলিতভাবে এই সংবর্ধনার আয়োজন করেছে। মেহেরপুর অরণী থিয়েটারের প্রধান নিশান সাবেরের নেতৃত্বে অরণীর কর্মীরা অনুষ্টানে প্রাণবন্ত ও সার্থক করার জন্য নিরলসভাবে কাজ করে য়াচ্ছে। মেহেরপুর জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদ, মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিললাহ মতু, মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরটিভি ও আমার দেশ প্রতিনিধি পলাশ খন্দকার এবং প্রেসক্লাবের সদস্য প্রথম আলো ও এনটিভি প্রতিনিধি তুহিন আরন্য এবং অরণী থিয়েটারের প্রধান নিশান সাবের ইতিমধ্যে কয়েকদফা সভা ও মতবিনিময় করে অনুষ্ঠান পরিকল্পনার কাজ চুড়ান্ত করেছেন। এই অনুষ্ঠানে আর্থিক ও সার্বিক সহযোগীতার হাত বাড়িয়েছেন পৌর মেয়র, জেলা প্রশাসক ও প্রেসক্লাব। উপহার যত ছোটই হোক মেহেরপুরের সমস্ত সংগঠন ও প্রতিষ্টানের প্রতিনিধিরা এমনকি যে কোন নাগরিক উপস্থিত থেকে এই দিন তাদের গর্বিত সন্তান হামিদুল ও একরামুলকে সম্মানিত করতে পারবেন। বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত এই অনুষ্টানে আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে। মেহেরপুর জেলাবাসী সহ এতদঞ্চলের নাগরিককে এই অনুষ্টানে আমন্ত্রন জানাতে ব্যাপক প্রচারনারও আয়োজন করা হয়েছে।