করোনাভাইরাস

ঐক্যবদ্ধ প্রচেষ্টা আমরা মেহেরপুর জেলাকে করোনা মুক্ত রাখবো– জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

April 11, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গণি বলেছেন করোনা ভাইরাসের কারণে সৃষ্ট অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের মেহেরপুর জেলার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সাময়িকভাবে কর্মচ্যুত মানুষের মধ্যে সরকারিভাবে ত্রাণ সামগ্রী বিতরণের ক্ষেত্রে অভিহিত করছে।

আমরা সকলে অবগত আছি করোনা ভাইরাস একটি বৈশ্বিক মহামারী, আমাদের বাংলাদেশে এই বৈশ্বিক মহামারীর মধ্যে পড়েছে। জেলা প্রসাশক আতাউল গনি বলেন, আমাদের সরকারি নির্দেশনা অনুসারে আমাদের মেহেরপুরকে করোনা ভাইরাস থেকে মুক্ত রাখার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তর সম্মিলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।  এরই অংশ হিসেবে আমাদের মেহেরপুরের স্বাস্থ্য বিভাগ, পুলিশ বিভাগ, জনপ্রতিনিধিগণ, মেহেরপুরে সুশীল সমাজ, ছাত্র সমাজ, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের নির্দেশনার আলোকে আমরা আমাদের মেহেরপুর জেলায় করোনা ভাইরাস বিস্তার রোধে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত নিজ নিজ ঘরে অবস্থান করার আহ্বান জানিয়ে বলেন, এতে আপনার ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমরা জানি।

জেলা প্রশাসক আতাউল গনি শনিবার বিকেলের তার কক্ষে মেহেরপূর নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। জেলা প্রশাসক আরোও বলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অত্যন্ত উদার ভাবে অর্থনৈতিক ভাবে সাময়ীক কষ্টে ভরা মানুষগুলোর স্বাচ্ছন্দ নিশ্চিত করার জন্য তিনি অত্যন্ত উদার ভাবে সহযোগিতা প্রদান করছেন আমাদের মেহেরপুর জেলায় এ পর্যন্ত এই করোনার জন্য চাল বরাদ্দ দিয়েছেন ৮৪১ মেট্রিক টন, নগদ অর্থ বরাদ্দ দিয়েছেন ২৩ লক্ষ ৭৫ হাজার টাকা এবং শিশুদের জন্য শিশুখাদ্য কিনে দেয়ার জন্য বরাদ্দ দিয়েছেন তিন লক্ষ ।

মেহেরপুর সদর মুজিবনগর এবং গাংনী উপজেলায় মোট ২৩৭ মেট্রিক চাল ৯৫ কেজি চাল বরাদ্দ দিয়েছে এবং নগদ টাকা বরাদ্দ করেছে ১৪ লক্ষ ৭৫ হাজার পাঁচশত টাকা। বলেন এখন পর্যন্ত যে সমস্ত চাল বরাদ্দ দেয়া হয়েছে তার মধ্যে থেকে কোন অনিয়ম বা টাকা চুরির ঘটনা এখনপর্যন্ত ঘটেনি। জেলা প্রশাসক বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আমরা মেহেরপুর জেলাকে কোরনা মুক্ত রাখবো।