ইতিহাস ও ঐতিহ্য

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালনে নিরপত্তার কারণে মুজিবনগরে দুই দিন জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা

By মেহেরপুর নিউজ

April 13, 2017

মেহেরপুর নিউজ,১৩ এপ্রিল: ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিরাপত্তার কারনে মুজিবনগর কমপ্লেক্সে ১৫ এপ্রিল থেকে ১৭ এপ্রিল সকাল পর্যন্ত জনসাধারণদের প্রবেশের জন্য নিষোধাজ্ঞা ঘোষনা করেছে পুলিশ প্রশাসন। একই সঙ্গে ১৭ এপ্রিলের অনুষ্ঠানে কেউ ব্যাগ, পানির বোতলও নিয়ে যেতে পারবেন না। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার আনিছুর রহমান। মতবিনিময়কালে পুলিশ সুপার বলেন, ঐতিহাসিক মুজিবনগর দিবস এখন আন্তজার্তিক পরিমন্ডলের স্থান করে নিয়েছে। ফলে দিবসটি মেহেরপুরের ইতিহাসের জন্য গুরত্বপর্ন একটি দিন। দিবসটি পালন উপলক্ষে ওই দিন মন্ত্রী পরিষদ বর্গ, এমপিসহ ভিআইপি পদমর্যাদার লোকজন মুজিবনগরে আসবেন এবং এক সমাবেশে বক্তব্য রাখবেন। এ চিন্তা করেই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, মুজিবনগর অনুষ্ঠান স্থলসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চটিকে বিশেষ গুরত্ব দিয়ে ৩২টি সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। এছাড়া সাদা পোশাকে পুলিশ থাকবে। আশেপাশে বিভিন্ন জেলা থেকে বিপুল পরিমান পুলিশ সদস্য সেখানে মোতায়েন করা হবে। পুলিশ সুপার বলেন, বিভিন্ন স্থান যারা পরিবহনে আসবেন তারা মুজিবনগর উপজেলা পরিষদে পার্কিং করে ভিতরে হেটে প্রবেশ করবেন। ১৭ এপ্রিল মুজিবনগর দিবসে মুজিবগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে জেলা প্রশাসন আয়োজিত এক সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে মুজিবনগর উদযাপন পরিষদের আহবায়ক ও স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবাইদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী একে এম মোজাম্মেল হক উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এছাড়া ডজনখানেক মন্ত্রী, এমপি সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।