মেহেরপুর নিউজ, ১৭ এপ্রিল : যথাযথ মর্যাদার সাথে মুজিবনগর আম্রকাননে ঐতিহাসিক মুজিব নগর দিবসের অনুষ্ঠান শুরু হয়েছে।
বুধবার সূর্য্যদ্বয়ের সাথে সাথে মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিনটি সূচনা করা হয়। জেলা প্রশাসক মোঃ আতাউল গনি জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে সকাল ৯ টায় আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর স্মৃতিসৌধে আনুষ্ঠানিক ভাবে পুস্পমাল্য অর্পন করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে শেখ হাসিনা মঞ্চের সামনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আমির হোসেন আমু জাতীয় সংগীতের সুরে জাতীয় পতাকা উত্তোলন করেন।
এসময় বিশিষ্ট মুক্তিযোদ্ধা, বিজিবি, পুলিশ, আনসার, ভিডিপি, বিএনসিসি, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, মাধ্যমিক বালিকা বিদ্যালয় এন্ড বিএম কলেজ, সরকারী শিশু পরিবার, মুজিবনগর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ছেলে মেয়েরা কুজকাওয়াজ প্রদর্শন করে। অতিথি বৃন্দ সালাম গ্রহন করেন। এসময় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, জেলা প্রশাসক মোঃ আতাউল গনি, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মঞ্চে উপস্থিত ছিলেন।