টপ নিউজ

করমদি মাধ্যমিক বিদ্যালয় :: শিক্ষার্থীদের বিক্ষোভ ও পরীক্ষা বর্জন

By মেহেরপুর নিউজ

June 22, 2019

গাংনী অুফিস, ২২ জুন: মেহেরপুরের গাংনী উপজেলার করমদি মাধ্যমিক বিদ্যালয়ে অতিরিক্ত পরীক্ষার ফিস নেওয়া ও শিক্ষার্থীকে মারধর করার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ ও পরীক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা। শনিবার সকাল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করে এবং দিনের দুটি পরীক্ষার কোনটিতেই অংশ নেয়নি। শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলম হুসাইন শহরের স্কুলের মত করে এই স্কুল চালাতে চান। তাই ডিজিটাল হাজিরা, সিসি টিভির নামে প্রতিমাসে অতিরিক্ত একশো টাকা প্রতি শিক্ষার্থীর কাছে আদায় করেন। বিক্ষোভের দিন শনিবার অর্ধ বার্ষিকী পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার নির্ধারিত ফিসের থেকে একশো টাকা বেশি নেওয়ার দশম শ্রেণীর কিছু শিক্ষার্থী প্রধান শিক্ষকের কাছে সেটি না নেওয়ার জন্য আবেদন করেন। এসময় প্রধান শিক্ষক সজল নামের এক শিক্ষার্র্থীর জামার কলার চেপে ধরে তাকে নানা ভাবে হুমকি ধামকি দেন। এরই প্রতিবাদে অন্যান্য শিক্ষার্থী একযোগ হয়ে স্কুল চত্বরে বিক্ষোভ করে এবং পরীক্ষা বর্জন করে। কয়েকজন অভিভাবক অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের দাবির সাথে আমরা একমত। স্কুলের প্রধান শিক্ষকের চাপিয়ে দেওয়া অতিরিক্ত ফিস দিতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। এ ব্যাপারে প্রধান শিক্ষক আলম হুসাইন বলেন, স্কুলের উন্নয়নের স্বার্থে কিছু টাকা বেশি নেওয়া হয়। এ ব্যাপারে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি যে সিদ্ধান্ত নেবেন তাই মেনে নেব। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লাইলা আরজুমান বানু জানান, শিক্ষার্থীদের প্রতিনিধি, অভিভাবক শিক্ষকদের সাথে কথা বলে সুষ্ঠ সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।