মুজিবনগর প্রতিনিধি, কে এম হাসান :
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা সামাজিক দূরত্ব নিশ্চিত করছে সেনাবাহিনী। সংকট মোকাবেলায় বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছেন তারা। সামাজিক দূরত্ব ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চালাচ্ছেন প্রচার-প্রচারণা। হ্যান্ড মাইকে জানাচ্ছেন, অহেতুক ঘোরাফেরা না করে ঘরে থাকতে। চায়ের দোকানে আড্ডা না দিতে ও পরিস্কার-পরিচ্ছন্ন থাকতে। প্রতিদিনই উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লায় দায়িত্ব পালন করতে দেখা যায় সেনা সদস্যদের। সেনা সদস্যদের বিভিন্ন ইউনিট পালা করে সচেতনতামূলক এই কার্যক্রম অব্যাহত রাখছে।
অনেকেই জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে এখনও সচেতন নন পাড়া-গাঁয়ের মানুষ। প্রয়োজন ছাড়া ঘোরাফেরা আর অহেতুক আড্ডায় মেতে রয়েছে তারা। মানছেন না স্বাস্থ্যবিধিও। এ অবস্থায় কেবল সেনা সদস্যদের দেখলেই ঘরে ফিরে মানুষ।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর মুজিবনগর উপজেলার সোনাপুর, ভবেরপাড়া সহ বিভিন্ন গ্রামে সচেতনতামূলক প্রচারণা করা হয় । এ সময় সেনাবাহিনীর বগুড়া ৪০ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন নাসির উদ্দিনের নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা প্রচারণার কাজে অংশগ্রহণ করেন। সেনাবাহিনীর পক্ষ থেকে সকলকে ও বাইরে বের না হওয়ার জন্য আহ্বান জানানো হয়।