টপ নিউজ

করোনার কারণে ১০ মাস পর অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা শুরু

By মেহেরপুর নিউজ

January 17, 2021

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাসের কারণে বন্ধ হওয়ার ১০ মাস পর অনার্স ৪র্থ বর্ষ ২০১৯ এর পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ৯’টায় মেহেরপুর সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে অনার্স ৪র্থ বর্ষ ২০১৯ এর পরীক্ষায় বাংলা ১০৬ জন,ইংরেজি ৪৮ জন,ইসলামের ইতিহাস ৩৯ জন, দর্শন ৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি অনার্স ৪র্থ বর্ষ ২০১৯ এর পরীক্ষা শুরু হয়েছিল। ২০২০ সালের ১৪ মার্চ পর্যন্ত ৫টি পরীক্ষা শেষে ১৮ মার্চ পরীক্ষা শুরু হওয়ার আগেই করোণা ভাইরাসের কারণে পরীক্ষা বন্ধ করে দেয়া হয়। বাঁকি ৬ দিনের পরীক্ষা ধাপে ধাপে মোট ১৪ দিনে পরীক্ষা শেষ করা হবে।

মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম বলেন শান্তিপূর্ণ পরিবেশে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া হচ্ছে। মেহেরপুর সরকারি মহিলা কলেজ পরীক্ষা কমিটির আহবায়ক প্রভাষক মোহাম্মদ মনিরুল ইসলাম জানান সরকারি সকল নিয়ম মেনে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা নেওয়া হচ্ছে।