করোনাভাইরাস

করোনায় প্রাণ গেল আরও ১৫ জনের, নতুন আক্রান্ত ২৬৬

By মেহেরপুর নিউজ

April 17, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৫ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২৬৬ জন।

দেশে করোনায় এক দিনে মৃত্যু এটাই সর্বোচ্চ। এ নিয়ে দেশে করোনায় মোট মারা গেছেন ৭৫ জন। আর মোট শনাক্তের সংখ্যা ১ হাজার ৮৩৮ জন। সুস্থ হয়েছেন ৯ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ৫৮ জন।

শুক্রবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

তিনি জানান, এই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫ রোগী। এছাড়া নতুন করে ৯ জনসহ মোট ৫৮ করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

#সূত্র: প্রথম আলো#