করোনাভাইরাস

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্রদের পাশে প্রবাসীরা

By মেহেরপুর নিউজ

May 09, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় দরিদ্রদের পাশে এবার প্রবাসীরা এগিয়ে এলো। মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামের প্রবাসীদের উদ্যোগে করোনা ভাইরাসে কর্মহীন হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করা হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান উপস্থিত থেকে গোভিপুর গ্রামের হতদরিদ্র ১শ ৫০টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি,আটা সেমাই, লবণ সহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় সেখানে অন্যদের মধ্যে বিশিষ্ট মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, ইউপি সদস্য আলমগীর হোসেন লাল্টু, প্রভাষক মনিরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, ইদ্রিস আলী, আরেফিন রেজা কোয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।