করোনাভাইরাস

করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুরের মুজিবনগরে সচেতনতামূলক সভা

By মেহেরপুর নিউজ

March 19, 2020

মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাস প্রতিরোধে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পরিষদের উদ্যোগে সচেতনতামূলক পথসভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার দুপুরের দিকে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে এ সভার আয়োজন করা হয়।

করোনা ভাইরাস সম্পর্কে আনন্দবাস গ্রামে অপপ্রচার চালানোর সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি তাৎক্ষণিক এ সচেতনতামূলক পথসভার আয়োজন করেন। প্রধান অতিথির বক্তব্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওসমান গনি গুজবে কান না দেয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেজোয়ান আহমেদ।