করোনাভাইরাস

করোনা মোকাবেলায় কাশিয়ানীতে দিন রাত পরিশ্রম করছে ছাত্রলীগের দুই নেতা

By মেহেরপুর নিউজ

April 22, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

করোনা ভাইরাস (কোভিড ১৯) বর্তমানে ভয়ংকার রুপ ধারন করায় লকডাউন হয় দেশের কয়েকটি জেলা। ঘরবন্দী হয়ে আছে দেশজুড়ে সকল মানুষ। আতঙ্কে আছে সারা বিশ্ব, থামছে না মিত্যু সংখ্যা ।

বাংলাদেশে করোনা মহামারি রুপ নেওয়ায় সামাজিক দুরত্ব বজায় রাখা ও মানুষকে সচেতন করায় সবসময়। কাজ করছে পুলিশ ও সেনাবাহিনী। এমতাবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না হয়েও তাদের সাথে কাজ করছে কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের দুই নেতা নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায়, দুস্ত , দিনমজুর, ভ্যানচালকের বাড়ি বাড়ি গিয়ে এভাবে খাদ্য সামগ্রী তুলে দেয়।

দেশপ্রেম মুখে নয়, বুকে ধারন করতে হয়। অার তা কর্ম দ্বারা প্রকাশ করতে হয়, আজ তা প্রমান করলেন কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন)(সাগর) ও কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক মোঃরাজু মোল্লা।