বর্তমান পরিপ্রেক্ষিত

কাঁঠালপোতা হেল্প ডেক্স‘র উদ্যোগে কৃষকদের সুবিধার্থে টিউবয়েলের পাশে প্লার ঢালাই

By মেহেরপুর নিউজ

April 09, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কাঁঠালপোতা গ্রামের বিভিন্ন মাঠে কৃষকদের কাজ করার সুবিধার্থে টিউবয়েলের পাশে প্লার ঢালাই করে দিয়েছে কাঁঠালপোতা হেল্প ডেক্স’।

রবিবার সকাল থেকে কাঁঠালপোতা গ্রামের বিভিন্ন মাঠে টিউবয়েলের পাশে প্লার ঢালাই করে দেওয়া হয়। কাঁঠাল পোতা হেল্প ডেক্স’র সদস্য মোঃ রিপন, মোঃ রাশিদুল ইসলাম মানিক, পিরোজপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মোঃ লাবলু, মোঃ রাব্বি প্রমুখ উপস্থিত থেকে প্লার ঢালাই করে দেন।