বিশেষ প্রতিবেদন

কাটা তারের বেড়া দিয়ে দেশ ভাগ করতে পারলেও দু দেশের মানুষের হৃদয়কে ভাগ করতে পারেনি

By মেহেরপুর নিউজ

October 28, 2012

বিশেষ প্রতিবেদন জুলফিকার আলী কানন,মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২৮ অক্টোবর: কাটা তারের বেড়া দিয়ে দু দেশকে ভাগ করতে পারলেও আমাদের মনকে ভাগ করতে পারেনী এ কাটা তারের বেড়া। মানুষে মানুষে যে ভালবাসা রয়েছে তার কাটার বেড়া সে ভালবাসাকে রোধ করতে পারেনি। এক ভাষা একই আত্মা তবে কেন তার কাটা’র বেড়া এ প্রশ্ন করেছিল দু দেশের সীমান্তে দেখা করতে আসা মানুষের। নদীয় জেলার মুরুঠিয়া থানার রশিকপুর থেকে বাংলাদেশী স্বজন নাতনী মারুফাকে দেখতে আসা দাদা আফসার শেখ এভাবেই তার মনের অভিব্যাক্তি প্রকাশ করেছিল। জীবনের প্রথম দাদাকে দেখতে পেয়ে কান্নায় ভেঙ্গে পড়া নাতনী মারুফা বললেন,দাদাকে এই প্রথম দেখলাম। ইচ্ছে হচ্ছে দাদাকে ছুঁয়ে দেখতে। কিন্ত সর্বনাশা তারকাটার বেড়া আমার সে ইচ্ছে পূরণ হতে দিলনা। ঢাকা থেকে আসা উজ্জল হোসেন ও তার স্ত্রী জানান,পূর্ব আত্মীয়তার কারনে বাংলাদেশে বিয়ে করেছি। এখন বাংলাদেশের নাগরিকতা নিয়ে বাংলাদেশে

বসবাস করছি। আমার বাবা মা থাকেন নদীয়া জেলার করিমপুরে। প্রায় ৭ বছর পর বাবা আবুল হোসেনের সাথে দেখা করতে এসেছি। অনেকক্ষণ পর বাবা এসেছেন। তার সাথে অনেক কথা হয়েছে। আমার অনূভূতির কথা ভাষায় ব্যাক্ত করতে পারবনা। তবে বলব খুবই ভাল লাগল। এদিকে তার পিতা আবুল হোসেন তারকাটার ওপার থেকে মেহেরপুর নিউজকে জানান,ঈদের দিন ছেলের জন্য মন খারাপ ছিল। আজকেই আমার ঈদের সে তৃপ্তি টুকু উপভোগ করলাম। মেহেরপুর সদর উপজেলার খোকসা গ্রামের কাজল রেখা (৪০) জানান,মামা ফজলু শেক,লালু শেখ,মামাত ভাই টোকন থাকেন নদীয় জেলার দীগলকান্দি গ্রামে। তাদের সাথে প্রায় ১১ বছর পর দেখা হবে। এটা ভাবতেই আজ আমার মন পুলকিত হয়ে উঠছে। সকাল থেকে বসে আছি তাদের অপেক্ষায়। মোবাইল ফোনে কথা হয়েছে। দুপুরের পর এখানে পৌছাবে। কাজল রেখার সাথে ছোট বোন তাসলিমা খাতুন এসেছে মামাদের সাথে দেখা করতে। তাসলিমা  জানান,আল্লাহতো একটাই পৃথিবী তৈরী করেছেন। তাহলে মানুষ তার কাটা বেড়া দেবে কেন ? গাংনী উপজেলার মহম্মদপুর গ্রামের মনজুরা খাতুন জানান,আমার ননদ রাবেয়া খাতুনের সাথে ভারতের নদীয় জেলার মুরুঠিয়া থানার রশিকপুর গ্রামের খোকনের সাথে বিয়ে হয়েছে। তাদের সাথে প্রায় ১৩ বছর দেখা হয়নি। আজকে তাদের সাথে দেখা হয়েছে। সাংসারিক অনেক কথা হয়েছে। তাদের সুখ দুঃখের অনেক মানের কথা শুনেছি। আমাদের কথাও বলেছি। ভারতের নদীয় জেলার রশিকপুর গ্রামের আকন্দ মিয়া তার স্ত্রী কহিনুর বিবি তারকাটার ওপার থেকে জানান,আমরা এক সময় বাংলাদেশেই বসবাস করতাম। ভাগ্য আমাদের ভারতে নিয়ে এসেছে। এখনও ওপারে আমাদের ছেলে নাতি পুতিরা রয়েছে। তাদের জন্য সবসময় মন কাঁদে। আজকে নাতী পুতি ছেলে মেয়েদের সাথে দেখা করতে পেরে জীবন ধন্য হয়েছে। সীমান্তবর্তি খাশমহল গ্রামের স্কুল ছাত্রী শাহনাজ খানম জানান, প্রতিবছর এ দিনটির জন্য অপেক্ষা করে থাকি। কারণ আমার দাদা দাদিকে দেখতে পাব। অনেক দিন পর আমার দাদা হাশেম আলী খান ও দাদী কে দেখতে পেয়েছি। তারা আমাকে দুর থেকে আাদর দিয়েছে। দোয়া করেছে অনেক। আমার কান্না পাচ্ছিল যখন দাদা দাদী আমাকে ছেড়ে চলে গেল। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভারত ও বাংলাদেশ সীমান্তের গাংনী উপজেলার আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৩৫ খাঁশমহল এলাকা,১৩৬ পাকশী এলাকা,১৩৭ রংমহল এলাকা ও ১৩৮ সীমান্ত পিলারের নিকট আজ সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত কাটাতারের বেড়ার পাশ দিয়ে উভয় দেশের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা অনেক আগেই এলাকার লোকজন জানতে পেরে দু-দেশের লোকজন তাদের আত্মীয় স্বজনদের মোবাইল ফোনে দেখা করার জন্য আগাম জানিয়ে দিয়েছিল। আজ সকাল হওয়ার সাথে সাথে মাইক্রোবাস,স্যালোচালিত আলগামন,নসিমনসহ বিভিন্ন যানবাহনে সীমান্তে জড়ো হতে থাকে স্বজনদের প্রত্যাশায়। এসময় নিজ নিজ স্বজনদের জন্য আনা বিভিন্ন খাবার, পোশাকসহ বিভিন্ন প্রসাধনী দ্রব্য তার কাটা’র বেড়া’র উপর দিয়ে ফেলে দেই। গাংনী উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম জানান,ভারতে আমার কোন আত্মীয় স্বজন নেই। হঠাৎ শুনলাম আজকে সীমান্তে উন্মুখ  করে দেওয়া হয়েছে। এখানে এসে একটা বিষয় বুঝলাম তারকাটা’র বেড়া দিয়ে দেশকে দুভাগ করতে পারলেও মানুষের মনের যে ভালবাসা রয়েছে সেটা রোধ করতে পারছেনা। এক ভাষা এক কৃষ্টি  কালচার তবে কেন এ তার কাটার বেড়া। আমাদের নতুন করে ভাবার সময় এসেছে। এটা দু দেশের সরকারকে ভাবার জন্য আহবান জানান তিনি।