রাজনীতি

কাদের মোল্লার ফাঁসীর দাবীতে ও আগামী কালকের হরতাল প্রতিহত করতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রলীগ

By মেহেরপুর নিউজ

February 05, 2013

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,০৫ ফেব্রুয়ারী: ‍‍যাবজ্জীবন নয়,কাদের মোল্লার ফাঁসী চাই” এবং আগামীকাল বুধবারের হরতাল প্রতিহত করার ঘোষনা দিয়ে মেহেরপুর শহরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগ্ আজ মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজনের নেতৃত্বে মেহেরপুর হোটেল বাজার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে শেষ হয়। মিছিল শেষে হোটেল বাজার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন। প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট মিয়াজান আলী বলেন,জামায়াত-শিবির যাতে হরতালের নামে নৈরাজ্য করতে না পারে সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। তারা যাতে চোরা গুপ্ত হামলা করে জনসাধারনের জানামালের ক্ষতি করতে না পারে সেদিকেও নজর রাখার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের কাছে আহবান জানান। সমাবেশে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব গোলাম রসুল,জেলা আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আব্দুল মান্নান ছোট,মুজিবনগর থানা ছাত্রলীগের সভাপতি রোকন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক কুদরত-ই-খুদা রুবেল প্রমুখ।