কবিতা

কাফনের কাপড়

By মেহেরপুর নিউজ

March 25, 2020

ঝিনাইদাহ,কালীগঞ্জ,মোঃ আব্দুর রহমান(পিয়ার):

===================================

শহিদ ভায়ের ললাটে সেদিন জুটেনি কাফন দেশে, ধর্ষিতা নারী লাশের কাফন পায়নি যুদ্ধ রেশে।

পিতার লাশটা যায়নি তো আনা হায়েনা কবল থেকে, বিধবা মায়ের অবুঝ নাতিটা ছিল যে দাদীর বুকে। কাফন বিহীন হাওর-বাওরে, ভেসে যায় পঁচা লাশ।

এটাইতো হলো দেশ স্বাধীনের, বেদনার ইতিহাস। দুঃখের সাগরে শোকের অনলে সাক্ষী শুধুগো মাতা, কোলে থাকা সেই এতিম নাতিটা জানেগো দাদীর ব্যথা।

দাদী ভাবে আজো কাফন তাঁহার ললাটে জুটিবে কীনা? পতাকায় হবে দাদীর দাফন বাঁজিবে তোপের বীণা। সমাপ্ত