বর্তমান পরিপ্রেক্ষিত

কার্যালয়ের সমস্ত শাখা পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক

By মেহেরপুর নিউজ

April 05, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরে নবাগত জেলা প্রশাসক মোঃ আজিজুল ইসলাম মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সমস্ত শাখা পরিদর্শন করেছেন। সকালের দিকে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম জেলা প্রশাসনের সকল শাখা পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট শাখা কর্মকর্তাদের সাথে তিনি কথা বলেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসনিক লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লিউজা-উল জান্নাহ,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী, রিফাত জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।