শিক্ষা ও সংস্কৃতি

কালবৈশাখি ঝড়ে বিদ্যালয় বিধস্ত ।। খোলা আকাশের নিচে ক্লাস করছে ছাত্র-ছাত্রীরা

By মেহেরপুর নিউজ

May 20, 2012

শহিদুল ইসলাম, মেহেরপুর নিউজ ২৪ ডট কম,২১ মে: বৃহস্পতিবারের কালবৈশাখি ঝড়ে  মেহেরপুর সদর উপজেলার  আমঝুপি ইউনিয়নের  চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়টি কালবৈশাখির কবলে পরে লন্ড-ভন্ড হয়ে যায়। এতে বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষার্থীকে শ্রেণী কক্ষের বাইরে গাছের নিচে বসে ক্লাস করতে হচ্ছে। মেহেরপুর জেলা শহর থেকে ৪ কিলোমিটার পূর্বে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে চাঁদবিল গ্রামের  সিএমসি মাধ্যমিক বিদ্যালয়টি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে এখানে গ্রামের ছেলে-মেয়েরা লেখা পড়া করতে থাকে । বিদ্যালয়টিতে বর্তমানে ৩২৩ জন শিক্ষার্থী ভর্তিরত আছে। গত বৃহস্পতিবার বিকালের কালবৈশাখি ঝড়ে  বিদ্যালয়টির অফিস কক্ষসহ ৩ টি কক্ষের টিনের চাল উড়ে যায়। এর পর থেকে চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের   শিক্ষার্থীরা বর্তমানে  খোলা আকাশের নীচে তাদের লেখা পড়া চালিয়ে যাচ্ছে।