বর্তমান পরিপ্রেক্ষিত

কালবৈশাখী ঝড়ে তারানগর প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি

By Meherpur News

April 30, 2025

মেহেরপুর নিউজ:

কালবৈশাখী ঝড়ে গাছ উপড়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।বুধবার দুপুরের দিকে কালবৈশাখী আঘাত হানে।

জানাগেছে, দুপুরের দিকে কালো মেঘে ছেঁয়ে যায় মুজিবনগরের আকাশ, এরপরই ঝড় -বৃষ্টি শুরু হয়। প্রচন্ড ঝড়ে মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি বড় গাছ উপরে পড়ে। এতে তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি হয়।

মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন জানান, বুধবার দুপুরের দিকে ঝড়ে তারনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি গাছ উপড়ে পড়ায় বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে।