বর্তমান পরিপ্রেক্ষিত

কালা জ্ঞান অম্বেষন ও সমাজ সেবা পাঠাগারের উদোগে ফ্রি ব্লার্ড গ্রুপের আয়োজন

By মেহেরপুর নিউজ

August 31, 2018

মেহেরপুর নিউজ, ৩১ আগষ্ট : মেহেরপুর সদর উপজেলার কোলা জ্ঞান অšে^ষন ও সমাজ সেবা পাঠাগারের উদোগ্যে, মেহেরপুর মাইক্রোপ্যাথ এন্ড কনসালটেন্ট সেন্টোরের সহযোগিতায় গতকাল শুক্রবার জ্ঞান অম্বেষন প্রাঙ্গনে দিনব্যাপী ফ্রি ব্লার্ড গ্রুপের আয়োজন করা হয়। মেহেরপুরে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বোরহান উদ্দীন আহম্মেদ চুন্নু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফ্রি ব্লার্ড গ্রপিং ক্যাম্পের উদ্বোধন করেন। সকাল থেকে বিকাল পযন্ত। কোলা সহ প্রার্শ্ববতী গ্রামের ২শতাধিক মানুষ তাদের রক্তের গ্রর্প নিয়র্ন করেন। এসময় মেহেরপুর মাইক্রোপ্যাথ এন্ড কনসালটেন্ট এর কেয়া পারভীন ব্লার্ড পরীক্ষা করেন। মেহেরপুর পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, কোলা জ্ঞান অšে^ষন ও সমাজ সেবা পাঠাগারের সভাপতি কাজী সাজিদুর রহমান, সম্পাদক রায়হান উদ্দীন, সহ সদস্য সোহান, ,মাহাবুব জামান, নাইম, লিমন, মোস্তাকিম, জনি, মহিবুল , সোলায়মান, সিহাব, তামিম, সাকিব, সোহবার, সাইদ খান, ইউপি সদস্য বুলবুলি খাতুন সহ কোলা গ্রামের বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন। এর আগে ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দীন আহাম্মদ চুন্নু কোলা জ্ঞান অšে^য়ন ও সমাজ সেবা পাঠাগারের মহৎ উদোগ্যেকে স্বাগত জানিয়ে বলেন ক্ষুদ্র ক্ষুদ্র সেবার মানই একদিন বড় ধরনের সেবক তৈরী করতে সহায়তা করবে।