এক ঝলক

কালের কন্ঠে’র চিফ রিপোর্টারের দায়িত্ব পেলেন কাজী হাফিজ

By মেহেরপুর নিউজ

August 01, 2019

মেহেরপুর নিউজ,০১ আগস্ট: মেহেরপুরের কৃতি সন্তান কাজী হাফিজ দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক সংবাদপত্র কালের কণ্ঠ’র প্রধান প্রতিবেদক ( চিফ রিপোর্টার) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ ১ আগস্ট থেকে কালের কণ্ঠ কর্তৃপক্ষ তাঁকে গুরুত্বপূর্ণ এ দায়িত্ব প্রদান করে। তিনি একই সাথে এ সংবাদপত্রে বিশেষ প্রতিনিধি পদেও কর্মরত।কাজী হাফিজের জন্ম মেহেরপুরের সদর উপজেলার আশরাফপুর গ্রামে। জাতীয় পর্যায়ে ঢাকা ভিত্তিক সাংবাদিকতা ১৯৯৬ সাল থেকে। পেশাগত স্বীকৃতি হিসেবে তিনি ২০০২ সালে পেয়েছেন স্বাস্থ্য বিষয়ক প্রতিবেদেেনর জন্য জাতিসংঘ জনসংখ্যা তহবিল পুরস্কার, নারী ও শিশু নির্যাতন বিষয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটির জহুর হোসেন স্মৃতি পুরস্কার এবং দুর্নীতি বিষয়ে অনুসদ্ধানী প্রতিবেদনের জন্য টিআইবি পুরস্কার। ২০০৩ সালের লাভ করেন শিশু নির্যাতন বিষয়ে প্রতিবেদনের জন্য পিআইবি-ইউনিসেফ পুরস্কার; জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত জেলার প্রথম সাংবাদিক হিসাবে ২০০৫ সালের ২০ সেপ্টেম্বর মেহেরপুর পৌরসভা কর্তৃক নাগরিক সংবর্ধনা ও স্বর্ণের পৌরপদক লাভ; ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে আরো পেয়েছেন ২০০৫ এবং ২০০৬ সালে পরপর দুইবার মুক্তিযুদ্ধ বিষয়ক সেরা প্রতিবেদনের জন্য শহীদ জায়া হাসনাহেনা  কাদির স্মৃতি পুরস্কার ; ২০১৩ সালে নির্বাচন ও গণতস্ত্র বিষয়ক প্রতিবেদনের জন্য প্রথিক সাহা স্মৃতি পুরস্কার এবং সর্বশেষ ২০১৭ সালে সংসদ ও নির্বাচন কমিশন বিষয়ে সেরা প্রতিবেদনের পুরস্কার লাভ করেন। ভ্রমণ করেছেন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওন, আইভরি কোস্ট, ঘানা, মধ্য আফ্রিকার ডি আর কঙ্গো. উগান্ডা, চীন, স্পেন, যুক্তরাজ্য, মিশর, মালয়েশিয়া, হংকং, কাতার, থাইল্যান্ড, সিংগাপুর, ভারত ও পাকিস্থান। আফ্রিকার একাধিক দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে প্রকাশিত হয়েছে তাঁর লেখা গ্রন্থ ‘আফ্রিকার বিপন্ন জনপদে’। জাতীয় প্রেসকাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র স্থায়ী সদস্য কাজী হাফিজ ঢকা কেন্দ্রিক সাংবাদিক পেশায় প্রবেশের আগে থেকেই নানা ধরণের সৃজনশীল লেখালেখিতে অভ্যস্থ। ‘কাগজ সাহিত্য অনুশীলন চক্র’ নামে মেহেরপুর কেন্দ্রিক একটি সংগঠনের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন ১৯৮২ সাল থেকে ১৯৮৫ সাল পর্যন্ত। এ সময় নিজ সম্পাদনায় ধারাবাহিকভাবে লিটল ম্যাগাজিন প্রকাশ ও ‘অনুশীলন’ নামের অপর একটি নাট্য সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন নব্বুইয়ের দশকের শেষ কয়েক বছর। একজন নাট্যকর্মী হিসাবে সে সংগঠনের মাধ্যমে ‘গ্রাম থিয়েটার’ আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে বেশ কয়েকটি নাটকের সফল মঞ্চায়ন করেন। এছাড়া স্থানীয়ভাবে সাংস্কৃতিক চর্চার বিকাশে সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি শিল্পীদের সংগঠিত করে বাস্তবায়ন করেন নানা কার্যক্রম । স্থানীয় শিশু কিশোরদের ছড়া-কবিতার মাধ্যমে মানবতা, মানবাধিকার এবং দেশাত্ববোধে অনুপ্রাণীত করার প্রয়াসে ১৯৯৩ সালে একটি আবৃত্তিচর্চা কেন্দ্র গঠন ও ১৯৯৬ সাল পর্যন্ত পরিচালনা করেন। বর্তমানে স্ত্রী সালমা নাজনীন বিথী ও একমাত্র পুত্র ১৩ বছরের অনিন্দ্য’কে নিয়ে ঢাকাতে বসবাস।