এক ঝলক

কাশিয়ানীতে করোনার উপসর্গ মৃত্যু

By মেহেরপুর নিউজ

June 19, 2020

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জের কাশিয়ানীতে করোনা উপসর্গ নিয়ে আশরাফুজ্জামান বাবু (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু  কাশিয়ানীতে এটি দ্বিতীয় ঘটনা। বৃহস্পতিবার (১৮ জুন ) রাত দশটার দিকে  পোনা ৪ নম্বর ওয়ার্ডের হেলিপটের উত্তর পাশে নিজ বাড়ি মৃত্যুবরণ করেন।

শুক্রবার কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কয়েকদিন আগে শ্বাসকষ্ট, সর্দি, জ্বরসহ করোনার উপসর্গ নিয়ে অসুস্থ হলে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে কাশিয়ানী উপজেলার পোনা গ্রামের নিজ বাড়িতে আসেন। পরে তিনি গোপালগঞ্জ-২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে গেলেও চিকিৎসা না পেয়ে বাড়িতে ফিরে আসেন। এরপর সন্ধ্যার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে গভীর রাতে তিনি মারা যান। তিনি ঢাকায় একটি কোম্পানিতে চাকরি করতেন।

ইউএনও আরও জানান, মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে আশরাফুজ্জামান বাবু  কাফন-দাফন সম্পন্ন করে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইসলামিক ফাউন্ডেশন ও ওলামায়ে কেরামের সমন্নয়ে গঠিত টিম।