এক ঝলক

কাশিয়ানীতে করোনার প্রথম থাবা আক্রান্ত ৪

By মেহেরপুর নিউজ

April 18, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

দেশের অন্যান্য  স্থানের ন্যায় গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় প্রথমবারের মতো থাবা দিলো করোনাভাইরাস। এ উপজেলাতে  করোনা ভাইরাসে ৪ জন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাব্বির আহমেদ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ কাইয়ূম তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আক্রান্ত রোগীদের বাড়ি কাশিয়ানী সদর ইউনিয়ন, মহেশপুর ও সাজাইল ইউরিনয়নের বিভিন্ন গ্রামে। তারা সকলে করোনার উপসর্গ নিয়ে ঢাকা থেকে এলাকায় আসেন।

এ ঘটনায় আক্রান্তদের গ্রামসহ আশপাশের গ্রামগুলো লকডাউন করে দেয়া হবে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহি অফিসার মোঃসাব্বির আহমেদ।

কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ কাইয়ূম তালুকদার বলেন, গত ১৫ এপ্রিল আক্রান্ত রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআরে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল রাতে তাদের পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। তিনি আরো বলেন, আক্রান্ত ব্যক্তিদের পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহের পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।