করোনাভাইরাস

কাশিয়ানীতে কৃষকের পাকা ধান কেটে দিলেন উপজেলা ছাত্রলীগ

By মেহেরপুর নিউজ

May 11, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধিঃ মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জ কাশিয়ানী উপজেলার । মহেশপুর ইউনিয়নের অসহায় ১ কৃষক সেলিম খানের ১ একর জমির পাকা ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।

উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে করোনা ভাইরাসের পরিস্থিতিতে আর্থিক সমস্যা ও ধান কাটার শ্রমিক সঙ্কটে অসহায় হয়ে পড়া ১ কৃষক সেলিল খানের ১ একর জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।

সোমবার সকাল ৬টায় কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আজাদ হোসেন মৃধার নেতৃত্বে এই ধান কাটা ও পৌঁছে দেওয়ায় অংশগ্রহণ করেন উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি-মোঃ লিটন মোল্লা, সহ-সভাপতি এস এম সানোয়ার, উপ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ নয়ন শেখ সহ ৪০ জন ছাত্রলীগ নেতাকর্মী।

এ সময় উপস্থিত ছিলেন, মহেশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী খান। উপজেলা ছাত্রলীগের সভাপতি আজাদ হোসেন মৃধা বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশ মেনে কৃষকদের ধানক্ষেতে শ্রম দেওয়া শ্রমিকেরা গৃহবন্দি হয়ে যাওয়ায় আমার উপজেলা এলাকার কৃষকরা ধানক্ষেতের পাকা ধান নিয়ে শ্রমিক সংকটে।

চিন্তায় অসহায় কৃষক কিভাবে তুলবে ফসল নিজের বাড়িতে। তাই এই সংকটময় মুহূর্তে আমার প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য জননেতা মুহাম্মদ ফারুক খান (এমপি)র নির্দেশে অসহায় কৃষকদের পাকা ধান কেটে বাড়ি পৌঁছে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা ছাত্রলীগ।

 

তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে কৃষকদের পাশে থাকতেন আমরাও তার আদর্শের সৈনিক হিসাবে দেশের এই দুর্যোগময় মুহূর্তে অসহায় কৃষকদের পাশে থাকবো।