জাতীয় ও আন্তর্জাতিক

কাশিয়ানীতে ওয়ানস্টপ ভূমি সেবা ও কাউন্সিলিং অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 03, 2020

গোপালগঞ্জ,কাশিয়ানী প্রতিনিধি  ইব্রাহিম মোল্লা:

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে কাশিয়ানী উপজেলার রামদিয়া, রাজপাট, রাহুথড়, আড়ুয়াকান্দি ভূমি অফিসের উদ্যোগে বিশেষ ওয়ানস্টপ ভূমি সেবা ও ল্যান্ড কাউন্সিলিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার রামদিয়া বাজারে উপজেলা ভূমি অফিসের আয়োজনে ওয়ানস্টপ ভূমি সেবা ও ল্যান্ড কাউন্সিলিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাম্মী আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন, সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, বেথুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্ষীরোদ রঞ্জন বিশ্বাস, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আইয়ূব আলী মোল্যাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানটি বাস্তবায়ন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিন্টু বিশ্বাস। অনুষ্ঠানের শেষ অংশে গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা ক্ষতিগ্রস্তদের মধ্যে আনুষ্ঠানিকভাবে চেক বিতরন করেন। সহয়াতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. শাম্মী আক্তার।

বর্তমান সরকারের প্রতিশ্রুতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী জনগণের দোরগোড়ায় সেবা পৌছে দিতে কাশিয়ানীতে জমি অধিগ্রহণের ক্ষতিপুরণের টাকা জমি মালিকদের বাড়ির কাছে এসে চেক প্রদান করলেন। জমি মালিকের কাছাকাছি গিয়ে মালিকের হাতে তার জমির ন্যায্য ক্ষতিপুরণের টাকা দিতে পেরে সস্তোষ প্রকাশ করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।