আইন-আদালত

কাশিয়ানীতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে ভ্রাম্যমানে জরিমানা হলো ৫হাজার ৮শত টাকা

By মেহেরপুর নিউজ

April 09, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়  বাজারে  ও ভাটিয়াপাড়া বাসস্টানে করোনা ভাইরাসের সংক্রামণরোধে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ অমাণ্য করে দোকান খোল রাখার অপরাধ ও গাড়ীর ড্রাইভিং লইসেন্স না থাকার অপরাধে ৮জনকে  জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার বেলা ২টা পযর্ন্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির আহমেদ এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সরেজমিনে দেখা যায় কাশিয়ানী বাজারে ও রাস্তা ঘাটে সরকারী আদেশ অমান্য করে  কিছু দোকান খোলারেখা জন্য ও বেচা কিনা বেপরোয়া গাড়ী চলাচল করছে ফলে ভ্রাম্যমাণে  বিভিন্ন অংকে  মোট  ৮ জনকে ৫হাজার ৮ শত টাকা জরিমানা করেন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. সাব্বির আহমেদ জানিয়েছেন, মানুষকে সচেতনতার জন্য আমি মাঠ পর্যায়ে ব্যপক শ্রম দিয়ে চলেছি। কিন্তু কিছু মানুষ নিয়মের পরোয়া না করায় দেশ জুড়ে করোনা ভাইরাসের সংক্রমণের আতঙ্ক বাড়ছে। তাই সরকার নির্দেশিত আইন অমান্যের জন্য প্রতিদিনই অভিযান পরিচালনা করা হবে ।

কাশিয়ানী থানার সেকেন্ট অফিসার  মোঃ আমিনুর রহমান  ও  পুলিশ সদস্যরা উপস্থিত থেকে ভ্রোম্যমাণ   কে অইনী সহোযোগীতা করে আসছেন