করোনাভাইরাস

কাশিয়ানীতে কর্মহীন মানুষের খাবার পৌছে দিচ্ছেন প্রশাসনের কর্মকর্তারা

By মেহেরপুর নিউজ

March 28, 2020

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি: মোঃ ইব্রাহিম মোল্লা:

গোপালগঞ্জের কাশিয়ানীর ১৪টি ইউনিয়নে মোট ৩৫০ জনকে সরকারি ভাবে হতদরিদ্র ও দিনমজুরদের ঘরে ঘরে চাল, ডাল, লবণ, আলু, তেল ও মরিচ-পেঁয়াজ পৌঁছে দিচ্ছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ।

শনিবার সকাল ১০ টা থেকে এ কাজে তাকে সহযোগিতা করছেন কাশিয়ানী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান ও সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ বলেন, প্রত্যেক ইউনিয়নের কর্মহীন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে এ সহায়তা প্রদান করা হচ্ছে। প্রথমদিনে ৩৫০ টি পরিবারের মাঝে সহায়তা দেওয়া হয়। এ সহায়তা প্রদান অব্যহত থাকবে। আশাকরি উপজেলার কোন মানুষ না খেয়ে থাকবে না।