গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি, মোঃ ইব্রাহিম মোল্লা:
(কোভিড ১৯) প্রতিনিয়ত মানুষের মাঝে ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সকল জেলাসমুহে। ঘরবন্দী হয়ে আছে দেশের সকল মানুষ। অসহায় হয়ে পড়েছে গরিব ও দুস্থ পরিবার।
তবে ঘরে বসে নেই এলাকার যুবক ছেলেরা।অসহায় মানুষের পাশে দাঁড়ানো গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পিংগলিয়া গ্রামের যুবক ছেলেরা।
আজ বুধবার (১৫ এপ্রিল) পিংগলিয়া বঙ্গবন্ধু সৃতিসংঘ ক্লাবের উদ্যোগে ৫ কেজি চাউল,২ কেজি আলু,১ কেজি ডাউল,১টি সাবান ৭৫ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিতরণ করা হয়।
এসময়ে সেখানে উপস্থিত ছিলেন, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের ক্রিড়া সম্পাদক রাজু মোল্যা ও মামুন খান, কামাল শেখ, জিয়া মিনা,নাজমুল মিনা,শাকিল মোল্যা, জীবন মিনা,সানি মিনা,মেহেদী মোল্যা,ইয়াসিন মিনা, গিয়াস মোল্যাসহ উত্তরপাড়া যুব সমাজ।