করোনাভাইরাস

কাশিয়ানীতে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ

By মেহেরপুর নিউজ

March 30, 2020

গোপালগঞ্জ কাশিয়ানী প্রতিনিধি মোঃ ইব্রাহিম মোল্লা: করোনা ভাইরাসের কঠিন পরিস্থিতির সময় গোপালগঞ্জের কাশিয়ানীতে দরিদ্র চা বিক্রেতা ও ভ্যান,চালকসহ বিভিন্ন পেশাদারী লোকদের গৃহবন্দী ঠিক তখনই তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন কাশিয়ানী উপজেলা অফিসার্স কল্যাণ সমিতি।

কাশিয়ানী উপজেলা অফিসার্স কল্যাণ সমিতি’র নিজস্ব অর্থায়নে  রবিবার রাতে কাশিয়ানী উপজেলার বিভিন্ন গ্রামের হত-দরিদ্র চা বিক্রেতা ও ভ্যান চালকদের বাড়িতে বাড়িতে ঘুরে ২০০টি পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পিয়াজ ও ১ লিটার সয়াবিন তেল বিতরণ করা হয়।

এসময় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মো : সাব্বির আহমেদ ও কাশিয়ানী উপজেলা থানা ইনচার্জ মো: আজিজুর রহমান ওই সময় উপস্থিত ছিলেন। অফিসার্স কল্যাণ সমিতির সকল সদস্যগণ সহ সকল শ্রেনী পেশার মানুষকে করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়িতে অবস্থান করার আহবান জানানো হয়।