করোনাভাইরাস

কাশিয়ানীতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসহায় ও দুঃস্থ পরিবারে পাশে দাড়ালো ইউএনও

By মেহেরপুর নিউজ

April 19, 2020

গোপালগঞ্জ, কাশিয়ানী প্রতিনিধি,মোঃ ইব্রাহিম মোল্লা:

করোনা ভাইরাস (কোভিড১৯) সারাবিশ্বে মহামারিতে রূপ ধারণ করায় ঘরবন্দী হয়ে পরে সকল জেলার মানুষ। অসহায় হয়ে পড়ে দিনমজুর, কৃষক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা।

তবে বসে নেই কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার মোঃসাব্বির আহমেদ তিনি প্রতিনিয়ত মানুষকে ঘরে থাকার জন্য প্রতিটা ইউনিয়ন ঘুরে ঘুরে মানুষকে সচেতন করে।

মোঃ সাব্বির আহমেদ তিনি শুধু একজন উপজেলা নির্বাহী অফিসার না, তিনি হচ্ছেন গরিব ও দুঃস্থ অসহায় মানুষের বন্ধু। তিনি হচ্ছেন করোনা বিশ্ব যুদ্ধের কাশিয়ানী উপজেলার একজন কমান্ডার।

তিনি নিজের জীবন নিজের পরিবারের কথা না ভেবে জীবনের ঝুঁকি নিয়ে এই যুদ্ধে নেমেছে। তুলে দিচ্ছে দিনমজুর অসহায় ও দুস্থ পরিবারের হাতে নিজের অর্থ দিয়ে খাদ্য সামগ্রী।

তিনি কয়েকটি মাস আগে কাশিয়ানীতে যোগদান করে। তার কৃতজ্ঞতা কাশিয়ানীবাসী তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে। তার ভালোবাসা মহানুভবতা দেখে আজ কাশিয়ানীবাসী তাকে নিয়ে বেঁচে থাকতে চায়।